পাবনায় অল্টারনেটিভ মেডিসিন প্রয়োগের উপর পল্লী চিকিৎসকদের ৩য় পর্বের প্রশিক্ষন সমাপনী

0
0

অল্টারনেটিভ মেডিসিন প্রয়োগের উপর পল্লী চিকিৎসকদের চার দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা রোববার শেষ হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ নিরঞ্জন চন্দ্র বসাক। প্রধান অতিথি আন্তরিকতার সাথে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচকএইচ.এ.এম.এ ট্রেনিং ফাউন্ডেশন ও বঙ্গবন্ধু হোমিও প্যাথিক মেডিক্যাল এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডাঃ মুহাঃ মনিরুল আলম। বলেন, আর্ত মানবতার সেবায় কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও বেকারমুক্ত দেশ গড়তে এবং আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষে এ্যালোপাথি চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক চিকিৎসায় কমিউনিটি সেইফ হেলথ পাইলট প্রকল্পের মাধ্যমে তৃণ মূল জনগোষ্ঠির স্বাস্থ্য বীমা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে হাসিনা অল্টারনেটিভ মেডিক্যাল এ্যাসিটেন্ট (এইএএমএ) ট্রেনিং ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। কমিউনিটি সেইফ হেলথ পাইলট প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ টি.এম.এ সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ আকসাদ আল মাসুর আনন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আই এবং যুগান্তরের ষ্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, ডা. এমএ আল হেলাল, মহাসচিব ডাঃ মোঃ কামরুল ইসলাম মনা, ডাঃ আকিদ জাবেদ জ্যোতি, ডাঃ মরিয়ম আক্তার এমি। সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে তৃণমূল পর্যায়ে পল্লী চিকিৎসকদের চারদিন ব্যাপী কর্মশালার সমাপনী দিনে ভাঙ্গুড়া উপজেলার ১০ ইউনিয়নের ১১০ জন প্রশিক্ষন গ্রহন করেন। চেয়ারম্যান ডাঃ মুহাঃ মনিরুল আলম বলেন আর্ত মানবতার সেবায় কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও বেকারমুক্ত দেশ গড়তে এবং আতœকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সকলের দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়াই হচ্ছে সেইফ হেলথ পাইলট প্রকল্পের মূল লক্ষ্য।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here