বনানীর আগুনে পোড়া বস্তিতে তাবিথ

0
0

বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে কয়েকশ ঘর পুড়ে গেছে। আজ শনিবার সেই স্থান পরিদর্শনে গেছেন সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বনানীর ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ২২টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার বেলা ১১টার দিকে টিঅ্যান্ডটি বস্তি পরিদর্শন করেন তাবিথ। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

তাবিথ আউয়াল বলেন, ‘বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।’ এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও তাদের পুনর্বাসনের দাবিও জানান তাবিথ। ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শনের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুকসহ বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here