হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১০ নং ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের দলীয় ক্ষমতার দাপটে নানা রকম অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানব বন্ধণ করেছে এলাকাবাসী। বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকির মাঠের পাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় কয়েকশত নারীপুরুষ উপস্থিত ছিলেন।
সরোজমিনে জানা গেছে, ২০১৬ সালে ভেলাগুড়ি ইউনিয়নের নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ মহির উদ্দিন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় ক্ষমতার দাপটে তিনি একের পর এক অনিয়ম ও দুর্নীতি করেই যাচ্ছেন বলে অনেকেই জানান।

বনচৌকি মাঠের পাড় নামক স্থানে মানববন্ধনের ব্যানারে দেখা যায়, জনাব মহির উদ্দিন বিধুবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা,১০০ দিনের কর্মসূচীতে কর্মরত ব্যাক্তির নাম বাতিল এবং টাকার বিনিময়ে নতুন লোক নিয়োগ, মহল্লাদার নিয়োগে ঘুষ বানিজ্য সহ নানা রকম দূর্ণীতির প্রতিবাদে মানব বন্ধনের ডাক দেয় ভেলাগুড়ি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা দাবী করেন, সম্প্রতি ভেলাগুড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মহল্লাদার নিয়োগের জন্য হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় হইতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে- ভেলাগুড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ১৪ জন প্রার্থী আবেদন করেন। জনাব মহির উদ্দিন সরকার দলীয় চেয়ারম্যান হওয়ায় ৭নং ওয়ার্ডের সাবেক মহল্লাদার বলরামের পু্ত্র সুমন চন্দ্র ও তার স্ত্রী, ৬নং ওয়ার্ডের সাবেক মহল্লাদার জয়নাল আবেদীন এর ছেলে (ডিগ্রী ৩য় বর্ষ) আতাউর রহমান, ২নং ওয়ার্ডের সাবেক মহল্লাদার শিবেন্দ্রনাথ এর ছেলে মধুচন্দ্র এবং ৫নং ওয়ার্ডের নছিমুদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম পোষ্য কোটায় আবেদন করেন। ভেলাগুড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মহির উদ্দিন নিয়োগ পাইয়ে দেয়ার কথা বলে সুমন চন্দ্র রায়ের নিকট তিন লাখ, আতাউর রহমানের নিকট পাঁচ লাখ ও মধু চন্দ্রের নিকট দেড় লাখ টাকা উৎকোচ গ্রহন করেন।

অভিযোগকারীগন এটাও বলেন যে, ১৪ জন প্রার্থীর নিকট থেকে মহির উদ্দিন নিয়োগ পাইয়ে দেযার কথা বলে বিভিন্ন অংকের উৎকোচ গ্রহণ করেন। যদিও বাকি ১১ জনের নিকট থেকে এই উৎকোচ গ্রহনের বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নী। সম্প্রতি মহল্লাদার নিয়োগ প্রত্যাশিরা জানতে পারেন যে এই নিয়োগের ফল প্রকাশ হয়েছে এবং ভালো পরীক্ষা দেয়া সহ পোষ্য কোটা থাকা স্বত্বেও সুমন, আতাউর, মধুচন্দ্র নিয়োগ পাননী। মহির উদ্দিন চেয়ারম্যান বিভিন্ন ভাবে ইউএনও হাতিবান্ধাকে প্রভাবিত করে বিএনপির কর্মী মো: ফারুক মিয়াসহ মোটা অংকের অর্থের বিনিময়ে তার পছন্দের প্রার্থীদের নিয়োগ পাইয়ে দিয়েছেন।

এদিকে প্রত্যারনার স্বীকার মহল্লাদার নিয়োগে আবেদনকারীরা ভূয়া সনদে নিয়োগের বিষয়ে গণস্বাক্ষরসহ লালমনিরহাট জেলাপ্রশাসক বরাবর অভিযোগ প্রদান করেন (মুল কপি সংরক্ষিত)। জেলা প্রশাসক লালমনিরহাট মহোদয়ের সাথে এ বিষয়ে জানতে চাওয়া হলে-তিনি বলেন তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

মানব বন্ধনে বক্তারা “বঙ্গবন্ধুর বাংলায় দূর্ণীতিবাজের ঠাই নাই, শেখ হাসিনার বাংলায় দূর্ণীতিবাজের ঠাই নাই, দূর্ণীতিবাজ মহিরের বিচার চাই বিচার চাই, ইত্যাদি স্লোগান প্রদান করেন। মানববন্ধনের আহবায়ক জনাব মশিউর রহমান জানান যে, মহির উদ্দিনের চেয়ারম্যানের লোকজন তার বাড়িতে গিয়ে নানান রকম হুমকি দিয়েছে এবং তাকে যেকোন মিথ্যা মামলায় ফাসিয়ে পুলিশ দিয়ে ধরাবেন। এবিষয়ে কথা বলার জন্য ভেলাগুড়ি ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মানব বন্ধন শেষে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জনাব মহির উদ্দিনের দূর্ণীতির স্ব-চিত্র প্রমাণসহ আবেদন করবেন বলে আমাদের এই প্রতিনিধিকে জানিয়েছেন।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here