আরব আমিরাতে নতুন রাষ্ট্রদূত জাফর, অস্ট্রিয়ায় মুহিত

0
0

জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফরকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের হাইকমিশনার ও ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত মো. আবদুল মুহিতকে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত এবং ভিয়েনার জাতিসংঘ অফিসে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৯১ ব্যাচের কর্মকর্তা মো. আবু জাফর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটি থেকে ব্যাংকিং ও ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এরপর তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেন।

কূটনীতিক হিসেবে মো. আবু জাফর বাংলাদেশের হেগ, করাচি, লস এঞ্জেলস ও দুবাই মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে মো. আবদুল মুহিত বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কূটনীতিক হিসেবে গত ২৭ বছরে মুহিত বাংলাদেশের কুয়েত, রোম, দোহা, নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here