রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করার পর থানায় সোপর্দ করে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার বিকেলে এ দুঃখ প্রকাশ করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। বিএসএফের ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি হলেন, রাজন হোসেন (২৫), সোহেল রানা (২৭), কাবিল হোসেন (২৫), শাহীন আলী (৩৫) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের সবাই রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের বাসিন্দা।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতর ঢুকে পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর গতকাল বিকেলে ভারতের মদনপুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে বিজিবির পতাকা বৈঠক হয়। ওই বৈঠকে বিএসএফ সদস্যরা জানায়, তারা কোনো বাংলাদেশিকে ধরে নিয়ে যাননি। এরপর আজ শনিবার সকালে ফের পতাকা বৈঠক করেতে রাজি হলেও তারা বাতিল করেন। পরে অবশ্য আজ বিকেল পাঁচটায় বিজিবির সঙ্গে তাদের বৈঠক হয়।
বিজিবি রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, ‘গতকাল বিএসএফ পাঁচ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে। পরে আজ বিকেলে বৈঠক হলে বিএসএফ দাবি করে, গরু চুরি করতে ভারতে প্রবেশ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গুগল ম্যাপ দেখিয়ে প্রমাণ দেওয়া হয় যে ওই পাঁচ বাংলাদেশিকে বাংলাদেশের ভেতর থেকে আটক করা হয়েছে। তখন তারা বলেছেন, গুগল ম্যাপে বিষয়টি বোঝা যাচ্ছে না। তারপরও যদি বাংলাদেশ থেকে তাদের আটক করা হয়, তার জন্য তারা দুঃখিত।’ তিনি বলেন, ‘বিজিবিকে না জানিয়ে থানায় কেন দেওয়া হলো সে ব্যাপারে বলা হলে তারা দুঃখ প্রকাশ করেছেন।’