মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

0
95

খাগড়াছড়ি জেলার মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উক্ত স্কুলের পুনঃ নির্মাণ ভবন উদ্বোধন করা হয়। ১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০ টার সময় মহালছড়ি আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২০ অনুষ্ঠিত হয়। এর আগে উক্ত স্কুলের পুনঃ নির্মাণ ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি।

পারিকা চাকমা ও দীপিকা খীসার সঞ্চালনায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ক্যাচিংমিং চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোন’র উপ-অধিনায়ক মেজর মোঃ মনজুরুল হাসান পিএসসি, খাগড়াছড়ি জেলা পরিষদ প্রাক্তন চেয়ারম্যান রুইথী কার্বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসিমউদদীন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল, মহালছড়ি থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ, উক্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ থৈহলাউ মারমা, অন্যান্য শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও নবীণদের উদ্দেশ্য প্রধান অতিথি বলেন, বর্তমান শিক্ষার্থী যাঁরা আগামী দিনের ভবিষ্যত সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার মানসিকতা থাকতে হবে। দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সরকারের পাশাপাশি সেনাবাহিনীও দুর্গম ও প্রত্যান্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। সকলকে সন্ত্রাস ও মাদক থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

মিল্টন চাকমা কলিন, (মহালছড়ি) খাগড়াছড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here