পৃথক পৃথক অভিযানে লালমনিরহাটের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা। তবে অভিযানের বিষয়ে লালমনিরহাট জেলা পুলিশ প্রশাসন অবগত নয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। বরিশাল র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটক দুই জেএমবি সদস্য হলো, পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের পণ্ডিতের বাড়ি এলাকার আবুল কালামের ছেলে লাবু হোসেন (২৩) এবং একই জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের দক্ষিণ ভোটমারী এলাকার মোবারক হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর সাড়ে ১২টায় পাটগ্রাম বাজার থেকে লাবুকে এবং বেলা সাড়ে ৩টার দিকে ভোটমারীর বটতলা এলাকা থেকে আবু বক্করকে আটক করা হয়। আটক লাবু ও বক্কর র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবির কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পপরিচালনা করার জন্য লালমনিরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। বর্তমানে তারা নিজ পেশার আড়ালে ছদ্মবেশী উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে দেয়ার পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তাদের সহযোগিদের আটকের চেষ্টা চলছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-৮’র আরো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বরিশাল র্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা লালমনিরহাট থেকে জেএমবির দুই সক্রিয় সদস্যকে আটক করেছে।
তবে এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি অবগত নয় বলে জানা গেছে। তিনি বলে ‘জেএমবির দুই সদস্য আটকের বিষয়টি আপনাদের কাছ থেকে প্রথম জানতে পারলাম।’
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি