আহসান উল্লাহ মাষ্টার হত্যা মামলার আসামীকে জাপা’র যুগ্ম মহাসচিব থেকে বাদ দিতে যুবলীগের আল্টিমেটাম, বিক্ষোভ ও সমাবেশ ॥

0
0

গাজীপুরে জনপ্রিয় আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নুরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করায় শনিবার বিকেলে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও কুশ পুত্তলিকা দাহ করেছে মহানগর যুবলীগ। এসময় দীপুকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ থেকে আগামি তিন দিনের মধ্যে বাদ দেওয়ার আল্টিমেটাম দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে শহরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি নুরুল ইসলাম দীপুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, যুবলীগ নেতা আলমগীর হোসেন, জামাল উদ্দিন সরকার, মীর ওসমান গণি কাজল, ইকবাল মাস্টার, মেহেদি হাসান নাহিদ, দেলোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় যে আগামি তিন দিনের মধ্যে নূরুল ইসলাম দিপুকে জাপার যুগ্ম মহাসচিব পদ থেকে অপসারণ না করলে গাজীপুরে যেখানেই জাতীয় পার্টির নেতা কর্মীদের দেখা যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। আওয়ামীলীগের কোন অনুষ্ঠানে যেন জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ না নেন।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি দিপুকে সম্প্রতি জাপার যুগ্ম স¤পাদক করায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন গত কয়েকদিন ধরে জেলার বিভিন্নস্থনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে আসছিল। ইতোমধ্যে দীপুসহ জাতীয় পার্টি ও এর নেতা-কর্মীদের টঙ্গীতে অবাঞ্ছিত ঘোষণা করে টঙ্গী থানা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ লোকজন দীপুর বাড়িতে অগ্নি সংযোগ ও ভাংংচুর করে। দীপু বর্তমানে ইউরোপে পলাতক রয়েছেন। এর আগে তিনি জাপার সহ-আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক ছিলেন। ২০০৪ সালে আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ড মামলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও বিএনপি ও জাপার নেতা কর্মীদেরকেও একই মামলায় আসামি করা হয়। দীপু তৎকালীন জাপার ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক ছিলেন। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

এব্যাপারে প্রয়াত সাংসদ আহসান উল্ল¬াহ মাস্টারের ছোট ভাই মামলার বাদী মতিউর রহমান জানান, গাজীপুরের জনপ্রিয় নেতা সংসদ সদস্য আহসান উল্ল¬াহ মাস্টার ২০০৪ সালে ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন চলাকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এসময় গুলিতে ওমর ফারুক রতন নামের আরও একজন কিশোর নিহত হন। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই মো. মতিউর রহমান বাদী হয়ে ১৭জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১২জনের বিরুদ্ধে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে ওই বছরের ১০ জুলাই ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। একই বছরের ২৮ অক্টোবর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ৩৪ এবং আসামিপক্ষে দুজন সাক্ষ্য দেন। এ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ২০০৫ সালের ১৬ এপ্রিল রায় ঘোষণা করেন। ওই রায়ে প্রধান আসামী বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদন্ড, ছয় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড এবং দুইজনকে খালাস দেয়া হয়। পরবর্তীতে কয়েক আসামী তাদের দন্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেন। শুনানী শেষে সর্বশেষ ২০১৬ সালের জুন মাসে উচ্চ আদালতের রায়ে ছয়জনের মৃত্যুদন্ড, ৮জনের যাবজ্জীবন দন্ডাদেশ দেন। রায়ে দ্রুত বিচার আদালতে মৃত্যুদন্ড অথবা যাবজ্জীবন কারাদন্ড হয়েছিল এমন ১১জন আসামিকে খালাস দেয়া হয়। দন্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার, মাহবুবুর রহমান ও সোহাগ এবং যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত মোহাম্মদ আলী ও নুরুল আমিনসহ ৮জন বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। নুরুল ইসলাম দীপুসহ বাকি দন্ডপ্রাপ্তরা ভারত, ইতালি, বেলজিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছে।

উল্লেখ্য, আহসান উল্লাহ মাষ্টার ১৯৯৬ ও ২০০১ সালে গাজীপুর-২ (গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দ’ুদফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯২ সালে উপজেলা পরিষদ বিলোপের পর চেয়ারম্যান সমিতির আহবায়ক হিসেবে উপজেলা পরিষদের পক্ষে মামলা করেন ও দেশব্যাপী আন্দোলন গড়ে তোলেন। এক পর্যাযে তিনি গ্রেফতার হন ও কারাভোগ করেন। আহসান উল্লাহ মাষ্টার শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

ক্যাপশনঃ গাজীপুরে আহসান উল্লাহ মাষ্টারের হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব করার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here