করোনা ভাইরাস রোগীদের জন্য ১০ দিনে হাজার শয্যার হাসপাতাল বানাবে চীন

0
0

করোনা ভাইরাস রোগীদের জন্য ১০ দিনে হাজার শয্যার হাসপাতাল বানাবে চীন, উহান শহরে ইতোমধ্যেই এই হাসপাতাল তৈরীর কাজ শুরু হয়েছে। শহরের ঠিক বাইরে একটি বাগানে এই হাসপাতালটি তৈরী হচ্ছে। আগে এই স্থানে একটি অবসরযাপন কেন্দ্র ছিলো। একটি ছবিতে দেখা যায় স্থানটিকে ৩৫টি খননযন্ত্র আর ১০টি বুলডোজার নিয়ে আসা হয়েছে। দিনরাত কাজ করে হাসপাতালটি তৈরি করে ফেলতে চায় চীন সরকার। স্থানীয় দৈনিক চাঙইয়ান বলছে, বর্তমান মেডিকেল স্বল্পতা পূরণের কাজ করবে এই হাসপাতাল। এই হাসপাতালের ভবন হবে দূষণমুক্ত। এটা দ্রুততম তৈরির সঙ্গে সঙ্গে নির্মান ব্যয়ও অত্যন্ত কম হবে।’
২০০৩ সালে সার্স রোগিদের জন্য মাত্র ৭দিনে বেইজিং এর একটি হাসপাতাল নির্মিত হয়। মাত্র ২ মাসে দেশটির প্রতি ৭ সার্স রোগির ১ জনকে চিকিৎসা দেয় এই হাসপাতাল। দৈনিকটি বলছে বেইজিং এর হাসপাতালটি ছিলো চিকিৎসাবিদ্যার বিষ্ময়, উহানের হাসপাতালটিও একই ভুমিকা নেবে বলে তাদের বিশ^াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here