আল-আকসা ও শারাফাত মসজিদে ইসরায়েলি হামলা

0
0

জেরুজালেমের সবচেয়ে বিরোধপূর্ণ স্থান আল আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। আজ শুক্রবার সকালের নামাজ শেষে মুসল্লিদের ওপর এ হামলা চালিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট মনিটর’। এ ছাড়াও পূর্ব জেরুজালেমের বেইত সাফাফা এলাকায় শারাফাত মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থী ইহুদিরা। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেতজ’ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ‘মিডল ইস্ট মনিটর’।

আল-আকসা মসজিদে হামলা নিয়ে ‘মিডেল ইস্ট মনিটর’-এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, সকালের নামাজের পর শত শত ফিলিস্তিনি আল আকসা মসজিদ চত্বরে অবস্থান নেয়। এ সময় ‘ডোপ অব হোপ’ নামে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে শুরু করে তারা। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন এবং ১৩ জনকে গ্রেপ্তার করে তারা। অন্যদিকে বেইত সাফাফা এলাকায় শারাফাত মসজিদে আগুনের ঘটনায় মসজিদটির অভ্যন্তরীণ ক্ষতি হলেও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here