লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-২, নিখোঁজ-১

0
0

ভারতীয় গরু পারাপারের সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও ১ জন আহত হলেও বর্তমানে সে নিখোঁজ। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের পুর্ব আমঝোল সীমান্তের ৯০৭ নং মেইন পিলারের ৪/এস সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সাবু মিয়া জানান, ওই সীমান্তে ভারতীয় গরু আনতে যায় বাংলাদেশি একদল যুবক। এ সময় ভারতীয় কুচবিহার জেলার শিতাই থানার ধুমেরখাতা বিএসএফ-১০০ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন। এতে পূর্ব আমঝোল এলাকার শাহজাহান আলীর পুত্র সুরুজ্জামাল (৩৫) ও একই এলাকার ওসমান আলীর পুত্র সুরুজ আলী (১৭) সহ ৩ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্য সুরুজ আলীর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন কয়েকজন মহিলা। তাদের সঙ্গীরা ২ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সুরুজ্জামাল মারা যায়। অপরজন গুরুত্বর আহত অবস্থায় গোপনে রংপুরের চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া ওই দলের অন্যদের খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না। তাদের সর্ম্পকে সীমান্তবাসীও কোনো তথ্য দিচ্ছে না। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৫ এর হাতীবান্ধা বনচৌকি ক্যাম্পের সুবেদার আব্দুল হক বলেন, আমরা দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। বিএসএফ’র সাথে যোগাযোগ করে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here