যশোরের চৌগাছার শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মামলার ১৭ বছরের সাজা প্রাপ্ত আসামি শামীম ওরফে কিলার শামীমের আদালতে আতœসমর্পন

0
0

 

হত্যা, অস্ত্র, বিষ্ফোরকসহ ১১ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি যশোরের চৌগাছা উপজেলার শীর্ষ সন্ত্রাসী শামিম কবীর ওরফে কিলার শামীম আদালতে আতœসমার্পন করেছে। শামীম চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের সামছুল হক মাস্টারের ছেলে।
বুধবার ২২ জানুয়ারি দুপুরে সিনিয়র স্পেশাল জজ আদালতের দায়িত্ব প্রাপ্ত বিচারক মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিকের আদালতে শামিম আতœসমর্পন করে। চৌগাছা থানার একটি অস্ত্র মামলায় শামিমের ১৭ বছরের সাজা হয়। মামলা নং-১১। তারিখঃ ৩১.০৮.২০০৯। ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের(সংশোধন) ২০০২ সালের ১৯-এ।
স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-ক ধারায় ১০ বছর ও ১৯-চ ধারায় দোষী সাব্যস্থ করে ৭ বছরের সশ্রম কারদন্ড প্রদান করেন। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর তিনি এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকেই শামীম পলাতক ছিলো।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগষ্ট বিকাল সাড়ে ৪ টায় র‌্যাব-৬ যশোরের ডিএডি নজরুল ইসলাম তালিকা ভুক্ত পলাতক আসামি শামীম কবিরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চৌগাছার বেড় গবিন্দপুর বাওড় এলাকা থেকে আটক করে। আটক শামীমকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তার কাছে অবৈধ অস্ত্র গুলি আছে। চৌগাছা থানার এস আই আজমল হুদা সঙ্গীয় ফোর্সসহ শামীমকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়। শামীমের দেয়া তথ্যের ভিত্তিতে ৩১ আগষ্ট রাত ১ টা ১০ মিনিটের সময় বেড় গবিন্দপুর তমালতলা ভাইনার বিল এলাকার শামীমের নিজস্ব বাওড়ের অফিসের ভিতর খাটের নীচ থেকে শামীমের দেখানো মতে দুইটি সুটার গান ও তিন রাউন্ড থ্রি নট ত্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এঘটনায় ডি এ ডি নজরুল ইসলাম বাদি হয়ে চৌগাছা থানায় মামলা করেন। এই মামলায় শামীমের দুটি ধারায় ১৭ বছরের সাজা প্রদান করা হয়। এছাড়াও শামীমের নামে ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর চাঞ্চ্যকর যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু, ২০১২ সালে শিশু সৌরভ, ১৯৯৯ সালে মকবুল, শহীদুল, ২০১১ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ১১ টি মামলা রয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুর রহমান, শামীমের আতœসমর্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশের চাপের কারনেই শামীম আতœসমপর্ণ করতে বাধ্য হয়। শামীমকে সময় বেধে দেয়া হয়েছিল। বুধবারের মধ্যে আতœসমপর্ণ না করলে পুলিম তাকে যে কোন মুল্যে আটক করবে। পুলিশের গ্রেফতার এড়াতেই সে আতœসমপর্ণ করতে বাধ্য হয়েছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here