বারি পরিদর্শণে কৃষি মন্ত্রণালয়ের দু’অতিরিক্ত সচিব

0
38

কৃষি মন্ত্রণালয়ের দু’অতিরিক্ত সচিব কমলারঞ্জন দাস (গবেষণা অনুবিভাগ) এবং বলাই কৃঞ্চ হাজরা (গবেষণা অধিশাখা) বুধবার গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এসময় তারা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব, তৈলবীজ, ডাল, মসলা ও অন্যান্য গবেষণা মাঠ এবং উদ্ভিদ রোগতত্ত্ব, কীটতত্ত্ব, মৃত্তিকা বিজ্ঞান গবেষণাগার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা বারি মহাপরিচালকের সভাকক্ষে ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ। সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলাম। মতবিনিময়কালে তারা বারি’র বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বিজ্ঞানীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

বারি’র গবেষণা মাঠ ও গবেষণাগার পরিদর্শণ ও আলোচনাকালে বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিচালক (সেবা ও সরবরাহ) মো. হাবিবুর রহমান শেখ, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মিয়ারুদ্দীন, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. আবেদা খাতুন, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) মোছা. দিলআফরোজা খানম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. এস. এম. শরিফুজ্জামান সহ বিভিন্ন বিভাগের প্রধান, বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে দু’অতিরিক্ত সচিব বারি’র সদর দপ্তরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here