লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১ হাজার জন দক্ষ যুব ও যুব মহিলাদেরকে বিদেশে কর্মসংস্থান করার লক্ষে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনারে বিস্তারিত আলোচনা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের লালমনিরহাট জেলার টিটিসি অধ্যাপক মোকছেদুল আলম।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, নির্বাহী অফিসার সামিউল আমিন, এসিল্যান্ড শামিমা সুলতানা, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, জেসমিন নাহার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ, স্কুল মাদরাসার প্রধান শিক্ষক, জেলা পরিষদের সদস্য ও সাংবাদিকবৃন্দ।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি