ভারতে যাওয়ার পথে জাল ভিসাসহ দালাল আটক

0
0

বর্হিগমনের সিল জাল থাকায় দালালসহ জুনাইদ হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে দালালের মাধ্যমে লিবিয়ায় যাওয়ার সময় বেনাপোলের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করা হয়েছে।

আজ সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জুনাইদ নরসিংদি জেলার রায়পুরা উপজেলার পূর্বহরিপুর গ্রামে বাড়ি এবং দালাল নজরুল বেনাপোলের ভবেরবেড় গ্রামের বাড়ি বলে জানিয়েছেন যশোরের এএসপি (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম।

তিনি আরো বলেন, জুনাইদ হোসাইন শুক্রবার দুপুরে যশোরে ইমিগ্রেশনের বর্হিগমন ডেস্কের সামনে সীল চেকিং গেটে পাসপোর্ট বর্হিগমন সীল চেকিং করান। এসময় ইমিগ্রেশন থেকে দেখতে পায়, জুনাই হোসাইন ২০১৯ সালের ১৫ নভেম্বর একটি টুরিস্ট ভিসা নিয়ে হযরত শাহাজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সন্দেহজনক ভ্রমণ হিসাবে ইমিগ্রেশন তার পাসপোর্টটি অফলোড করেন। তার পাসপোর্টের অফলোড সীল প্রত্যাহারের সীল না থাকায় এবং বর্হিগমন সীল জাল বলে সন্দেহ হলে শুক্রবার তাকে আটক করা হয়।

আটকের পর জুনাইদ হোসাইন জানান, ঢাকার কতিপয় দালালের মাধ্যমে এবং বেনাপোলের দালাল নজরুলের মাধ্যমে প্রথমে ভারতে তারপর লিবিয়ার যাওয়ার কথা ছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here