অবশেষে পেছালো ঢাকার ভোট

বিভিন্ন মহলের দাবির মুখে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ একদিন পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজার কারণে একদিন পরে ১ ফেব্রুয়ারি দুই সিটিতে ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে নির্বাচন ভবনে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে আজ বিকেল ৪টার পর নির্বাচন ভবনে জরুরি বৈঠকে বসে ইসি। বৈঠক শেষে ঢাকা সিটিতে ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেন সিইসি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণার পর তা পরিবর্তনের দাবি ওঠে। ওই দিন সরস্বতী পূজার কারণে তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এমনকি গত বৃহস্পতিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দলগুলোও এ নিয়ে বক্তব্য দিচ্ছে। ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়ে দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও। সেই দাবির পর আজ ছুটির দিকে জরুরি বৈঠক করে ভোটের তারিখ পেছায় ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here