টঙ্গীর এজতেমা ময়দান থেকে দুই শিশু উদ্ধার

0
0

এবারের বিশ্ব এজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সম্পন্ন হওয়ার একদিন পর এজতেমা ময়দান থেকে প্রায় তিন বছর বয়সের ফুটফুটে দুই শিশু পাওয়া গেছে। এদের মধ্যে একজন ছেলে এবং অপরজন মেয়ে। তারা একজনের নাম সূর্য ও অপরজনের নাম হাফিজাতুল জান্নাত বলে জানিয়েছে।

জিএমপি’র টঙ্গী (পশ্চিম) থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, এবারের বিশ্ব এজতেমার প্রথম পর্ব আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রবিবার সম্পন্ন হয়। প্রথমপর্ব সম্পন্ন হওয়ার একদিন পর মঙ্গলবার বিকেলে প্রায় সমবয়সী ফুটফুটে দুটি শিশুকে টঙ্গীর এজতেমা ময়দানে খেলা করতে দেখে এজতেমা ময়দানে অবস্থানরত মুসুল্লীরা। তাদের সঙ্গে কোন লোক না থাকায় মুসল্লীরা শিশু দু’টিকে এজতেমা পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসেন। রাতে শিশু দু’টিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হলে তারা তাদের দেখভালের দায়িত্ব নিয়ে থানায় রেখে দেয়। এসময় শিশু দু’টি নিজেদের নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারে নি। তবে এদের মধ্যে শিশু হাফিজা শুধু তার বাবার নাম হাবিবুর রহমান ও মাতার নাম সাজেদা বলতে পারছে। তবে সূর্য তার পিতা-মাতার নাম বলতে পারে নি। দিনভর দু’জনে ময়দানে ছুটোছুটি ও খেলাধুলা করলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা নিজেদের বাবা-মা এবং প্রিয়জনের খোঁজে কান্নাকাটি করতে শুরু করে। থানায় বসেও তারা কান্নাকাটি করছিল। পুলিশ শিশু দু’টির অভিভাবকদের সন্ধানে বিভিন্ন থানায় বার্তা প্রেরণ করলেও তাদের সনাক্ত করতে বুধবার রাত পর্যন্ত থানায় কেউ আসেনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here