ঠাকুরগাঁওয়ের রুহিয়া আদর্শ কারিগরি উচ্চবিদ্যালয়ের সুপারের বিরুদ্ধে যত অভিযোগ!

0
0

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয়টি রুহিয়া ইউনিয়নের পশ্চিম কুজিশহর এলাকায় অবস্থিত। ২০১৩ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে অদ্যাবধি বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারি ভাবে চলছে। উক্ত প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট হরেন্দ্রনাথ রায় এর বিরুদ্ধে এসব অনিয়ম ওস্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর চাকরী দেওয়ার প্রলোভনে স্থানীয় কয়েকজন যুবকের কাছে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু কাউকেই এখন পর্যন্ত
চাকুরী দেওয়া হয় নি। এছাড়া প্রতিষ্ঠানটি তার নিজস্ব আত্মীয় স্বজন দ্বারা পরিচালিত। তিনি নিজেও একই সাথে দুইটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। সরেজমিনে প্রতিষ্ঠানটি ঘুরে দেখা যায়, প্রতিষ্ঠান প্রধান প্রতিষ্ঠানে নেই, কোন হাজিরা খাতা পাওয়া যায় নি, এছাড়া কোন শিক্ষার্থীও পাওয়া যায় নি। কয়েকজন শিক্ষক পাওয়া গেলেও তাদের নিয়োগ হয়েছে কিনা তা অস্পষ্ট। এর মধ্যে তাদের সঙ্গে কথা বলে জানা যায় তারা সকলেই পরস্পর সম্পর্কিত সুপারের নিকটস্থ আত্মীয় স্বজন বটে। এমতাবস্থায় এলাকায় উক্ত প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ মনোভাব লক্ষ্য করা গেছে। রুহিয়া আদর্শ কারিগরি উচ্চ বিদ্যালয়ের সুপারিনটেনডেন্ট হরেন্দ্র নাথ রায়ের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, ভাই আমাদের এখনো বেতন ভাতা হয়নি তাই একটু কৌশলে প্রতিষ্ঠানটি চালাতে হচ্ছে।

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here