২ কোটি শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ ক্যাপসুল

0
0

দেশের ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোয় এই ক্যাম্পেইন চলছে।

তবে বিশ্ব ইজতেমার কারণে গাজীপুর জেলায় এ কর্মসূচি স্থগিত রয়েছে। সেখানে আগামী ২৫ জানুয়ারি ক্যাম্পেইন করবে স্বাস্থ্য অধিদপ্তর। সংশ্লিষ্টরা জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইনে ১ লাখ ২০ হাজার কর্মী নিয়োজিত রয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন, লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডের মতো স্থানগুলোয় অস্থায়ী ক্যাম্প বসিয়ে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here