স্বামী বিবেকানন্দ – তুলোশী চক্রবর্তী

0
93

স্বামী বিবেকানন্দ
————————
তুমি আদর্শ মহামানব তথা যুগাবতার
তুমিই শ্রেষ্ঠ সেবক বিশ্ব মানবতার,
তব পদে বারে বারে শ্রদ্ধানম্র প্রনাম
সিমলার নরেন্দ্রনাথ দত্ত,বিলে তোমার ডাকনাম,
তোমার দেখানো পথ যে জন অনুসরন করে
অন্ধকার থেকে সে শীঘ্র পৌছায় আলোর দুয়ারে
তোমার বানী চিরন্তন হৃদয়ে অনুপ্রেরনা য়োগায়
কঠিন সময়ে মনোবল ধরে রাখতে শেখায়
একাধারে তুমি প্রাবন্ধীক তথা লেখক
তুমি দার্শনিক ,সঙ্গীতঞ্জ তথা গায়ক
তোমার লেখা প্রাশ্চ প্রাশ্চাত্য-বর্তমান ভারত
প্রতিটি গ্রন্থই যেনো জ্ঞানের তথ্যে পুর্ন সাহিত্যের আরত
শুনে তোমার সমধুর কন্ঠের গান
তব গুরু শ্রী রামকৃষ্ণও পরম তৃপ্তি পান
তব সৃষ্ট অমৃত গীতি
“নাহি সুর্য নাহি জ্যোতি”
কিংবা তোমার কবিতা “সখার প্রতি”
সবই বহন করে চলছে তোমার শ্রেষ্ঠত্বের পরিচিতি,
শিকাগো বিশ্ব মহাধর্ম সন্মেলনের প্রধান বক্তা যিনি
তুমি সে আদর্শ মহামানব ,তোমায় আমরা আজো ভুলিনি।

– তুলোশী চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here