বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিপুল উৎসাহ- উদ্দীপনায় ময়মনসিংহে কাউন্ট ডাউন উদ্বোধন

0
0

বিপুল উৎসাহ, উচ্ছ্বাস-ও উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে জাতির জনক শেখ বঙ্গবন্ধুর জন্ম শত বাষির্কী উদযাপন শুরু হল জাতির জনকের স্বদেশ প্রত্যাবতর্ন দিবসে কাউন্ট ডাউন ডিভাইস উদ্বোধনের মাধ্যমে। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকেলে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কয়ারের পাশে সিটি কপো্রেশনের উদ্যোগে স্থাপিত এ কাউন্ট ডাউনটি শতশত মুজিব ভক্ত,আওয়ামীলীগ নেতা কর্মী প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও উৎসুক নানা বয়সী জনতার উপস্থিতি নানা রঙের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোুস্তাফিজুর রহমান । এ সময় আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান , মুক্তিযোদ্ধা সাংসদ নাজিম উদ্দিনআহমেদ, সাংসদ মনিরা সুলতানা মনি , সিটি মেয়র ইকরামুল হক টিটু , ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কািমশনার নিরঞ্জন দেবনাথ ও এবিএম লোকমান হোসেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ,জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল , মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতে শামুল আলম ও পুলিশ এবং র ্যাবের উর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে এখানে একটি সুসজ্জিত মঞ্চ তৈরি করা হয় । বিকেল ৩ টা থেকে দলীয় নেতাকমী্ঈঙচণ;সহ নানা বয়সের মানুষ বেলুন ও বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার নিয়ে স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে সুসজ্জিত মঞ্চের সামনে হাজির হয়। প্রধানমন্ত্রী কতৃক শুভ উদ্বোধনসহ কেন্দ্রীয় অনুষ্ঠান মা্ঈঙচণ;লা দখঊউ স্ক্রিনে ডাকা থেকে সরাসরি প্রদশণ করা হয়। প্রধানমন্ত্রীর ভাষন শুরুর সাথে সাথে উপস্থিত দশ্ঈঙচণ;ক শ্রোতা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। মুজিব বর্েরষ এ কর্মসুচিকে নিয়ে ময়মনসিংহ সিটি কপো্রেশন নগরীর বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার- পরিচ্ছন অভিযান, বিশেষ নাগরিক সেবা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠন পরিবেশিত হয়।

অনুষ্ঠানে স্থলে এসেছিলেন মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাহমুদা বেগম।তিনি বলেন,আমি বঙ্গবন্ধুর আদ্ঈঙচণ;শে বড় হতে চাই ।আমি চাই আমার মতো অন্যান্য ছাত্র-ছাত্রীরা নিজেদের কে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে দেশকে এগিয়ে নিয়ে যাক।

বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামান খান বলেন,বঙ্গকন্ধুর ডাকে অস্ত্রহাতে দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলাম।বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজে আমিও কাজ করে যাচ্ছি।এ ধরনের কর্মসুচি গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে তিনি অভিনন্দন জানান।

সাত বছরের শিশু বাবার সাথে অনুষ্ঠান দেখতে এসে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বাবা- মার কাছে শুনেছি জাতির জনক বঙ্গবন্ধু এই দিনে নিজ দেশে ফিরে এসেছিলেন। সেই দৃশ্য দেখার জন্য এখানে এসেছি।শুনেছি বঙ্গবন্ধু শিশুদেও খুব ভালোবাসতেন এবং আদর করতেন।

 

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here