ফেডারেশন কাপের নতুন চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

0
0

মাত্র দুই বছর হয় ফুটবল অঙ্গনে পা রেখেছে বসুন্ধরা কিংস। এর মধ্যেই জায়ান্ট দল হিসেবে পরিচিত পেয়েছে তারা। বাংলাদেশ লিগ শিরোপা জিতেছে গত মৌসুমেই। এবার নতুন মৌসুমের শুরুতে জিতে নিল ফেডারেশন কাপও। এদিন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির স্বপ্নযাত্রা থামিয়ে শিরোপা উল্লাসে মাতে দলটি। ফাইনালে তাদের ২-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুসনের শিষ্যরা।

বাংলাদেশের ফুটবলে এক সময়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত ছিল রহমতগঞ্জ। তবে কালের বিবর্তনে আগের সেই ধারা হারিয়ে ফেলেছে দলটি। চলতি মৌসুমে আবার সেই পুরনো দিনের ইঙ্গিত দিচ্ছিলেন তারা। আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে দলটি। তবে শিরোপা লড়াইয়ে পেরে উঠল না তারা। তবে এ হারের জন্য বড় দায় রয়েছে গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের। তার হাস্যকর ভুলেই জয়সূচক গোলটি হজম করে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (৪ জানুয়ারি) হাজার পাঁচেক সমর্থকের কলরবে শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় মিনিটে ম্যাচের দ্বিতীয় মিনিটেই ভালো সুযোগ ছিল মতিন মিয়ার। পরে ড্যানিয়েল কলিনদ্রেস সোলেরার কর্নারে বখতিয়ার দুইশবেকভের হেড বাপোস্ট ছুঁয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। ছয় মিনিট পর ফের এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের। কর্নার থেকে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের নাহিদুর ইসলাম নাহিদ।

রক্ষণ সামলে প্রতি-আক্রমণনির্ভর ফুটবল খেলা রহমতগঞ্জ ষোড়শ মিনিটে দারুণ সুযোগ নষ্ট করে। উজবেকিস্তানের তুরায়েভ আকোবিরের আড়াআড়ি ক্রস ধরে সুহেল মিয়া মারেন আনিসুর রহমান জিকোর গায়ে। এরপর আকোবিরের হেডও হয় লক্ষ্যভ্রষ্ট। ৪০তম মিনিটে কিরগিজস্তানের ডিফেন্ডার আকপোপভ আসরোরভ চোট পেয়ে মাঠ ছাড়ার পরের মিনিটেই গোল হজম করে রহমতগঞ্জ। ডান দিক থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো ক্রসে হেডে জাল খুঁজে নেন কোস্টারিকার ফরোয়ার্ড সোলেরা।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে রহমতগঞ্জের রক্ষণে চাপ দিতে থাকে বসুন্ধরা। ৫৮তম মিনিটে দুইশবেকভের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে। খেলার ধারার বিপরীতে ৬৩তম মিনিটে সমতায় ফেরে আবাহনী ও মোহামেডান স্পোর্টিংয়ের বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালে উঠে আসা রহমতগঞ্জ। শাহেদুল আলমের কর্নারে গাম্বিয়ার ফরোয়ার্ড মোমোদু বাহর হেডে পরাস্ত হন জিকো।

এরপর গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনের দৃঢ়তায় বেঁচে যায় রহমতগঞ্জ। মতিনের ক্রসে মাহবুবুর রহমান সুফিলের শট লিটন ফেরানোর পর সোলেরার প্রচেষ্টা জটলার মধ্যে আটকে যায়। ৭১তম মিনিটে লিটনেরই হাস্যকর ভুলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা। সতীর্থের ব্যাক পাস বিপদমুক্ত না করে সময় নষ্ট করেন গোলরক্ষক, দ্রুত দৌড়ে এসে বল ছিনিয়ে নিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সোলেরা।

ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ। ৪ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশ পুলিশ এফসির ফরোয়ার্ড সিডনি রিভেইরা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চ্যাম্পিয়ন দলের ফরোয়ার্ড সোলেরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here