অব্যক্ত প্রেমের ঘুমন্ত প্রেমিক : তুলোশী চক্রবর্তী

0
86

অব্যক্ত প্রেমের ঘুমন্ত প্রেমিক
—————————-

যুগল প্রেমের
সংগম স্রোতে ভেসে ভেসে
আমি কার জন্য
এসেছি গো এই ত্রিজগতে?
কি হয়েছিল পূর্ব জন্মে
কোনো অঘটন?
তাই বুঝি হয় না আজো তার সঙ্গে
কোনো মনের মতো কথপোকথন,
বিধিরে কেনো দিলে মোর মনে
এইরুপ ভালোবাসা?
মোর অব্যক্ত প্রেম প্রকাশের
দিলেনা কেন কোন ভাষা?
ব্যথাক্লান্ত প্রেমিক মন আজ ঘুমন্ত
তাই জানে না মোর মনের কোন কথা,
তাই সে বোঝে নারে কেমন হয়?
খোলা ডাইরির পাতার হাহাকার ব্যথা,

আধুনিক প্রেম না জানি
কতো জীবনকে দিয়েছে বিদায়
শুধু মিথ্যে
প্রবঞ্চনায়,
মনের কোনে মেঘগুলি তবু
প্রেম খোঁজে হায়!
চেতনা বিরহীত
এ প্রেম দরিয়ায়,
মোর স্বপ্নের বসুধা
আজ ছেয়ে গেছে বিষে
তবু কেনো ক্ষনে ক্ষনে মোর মনে
প্রেমানুভুতি আসে?
বেদনার্ত কন্ঠ মোর
পৌচ্ছায়নি আজো কেন তার হৃদয়ের দ্বারে?
ফোলা ফোলা দুটি চোখে
যুগে যুগে খুঁজি যারে বারেবারে মনের মাঝারে।

তুলোশী চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here