মহালছড়িতে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৪ জানুয়ারী (শনিবার) সকাল ১০ টার সময় বাংলাদেশ ছাত্রলীগ মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

“ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উক্ত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিমউদদীন, মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রোকন মিয়া, আইন বিষয়ক সম্পাদক রিপন ওঝা, মহালছড়ি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনজিত দাশ, সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি মনিশংকর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক কুরাইসিন খান এবং ছাত্রলীগের বিভিন্ন ইউনিট হতে আগত ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক রনজিত দাশের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি রতন কুমার শীল তার বক্তব্যে বলেন বাংলাদেশ ছাত্রলীগ মহালছড়ির শাখা ইউনিটের শিক্ষিত, মেধাবী, সৎ, যোগ্য, অহংকারহীন ও লোভহীন নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি আরো বলেন ১৯৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ সরকার গঠনে সবসময় সকল ধরনের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ অনস্বীকার্য ভূমিকা রেখেছে, ভবিষ্যতে ও দেশ গঠনে ভুমিকা রাখবে এই আশা প্রকাশ করেন তিনি।

মহালছড়ি উপজেলা বিভিন্ন ইউনিটে অন্তর্ভুক্ত সকল অনুপ্রবেশকারী, নিষিদ্ধ জামায়াত ও বিএনপি ঘরানার সন্তানরা যেন কোন প্রকার অরাজকতা সৃষ্টি, অন্তকোন্দল সৃষ্টি করতে না পারে সে দিকে নজর দেয়ার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসীমউদ্দিন তার বক্তব্যে সরকার ঘোষিত সকল প্রকার উন্নয়নের তথ্য প্রচারে ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ও নিজ নিজ দায়িত্বে সকল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

খাগড়াছড়ি, মহালছড়ি প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here