শাহজালালে ৬৪ কেজি সোনা উদ্ধার : আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে

0
0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এলাকা থেকে প্রায় ৬৪ কেজি ওজনের ৬৪০ পিস সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গত শনিবার সোনাগুলো উদ্ধার করা হয়। বলার অপেক্ষা রাখে না, কিছুদিন পর পর দু-একটি করে চালান ধরা পড়ছে। তাতে মনে হয় আন্তর্জাতিক সোনা চোরাচালানকারীদের জন্য অত্যন্ত লাভজনক ও অপেক্ষাকৃত নিরাপদ রুটে পরিণত হয়েছে বাংলাদেশ।

ঢাকার শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানীÑ এই তিন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই সোনা চোরাচালান বলা যায় নিয়মিত ঘটনা। মাঝে মাঝেই এই তিন বিমানবন্দর থেকে সোনা আটক করা হচ্ছে, কখনো কখনো আটককৃত সোনার পরিমাণ বিশাল। তবে উদ্ধারকৃত সোনার চেয়ে অনেক বেশি সোনা চলে যাচ্ছে নাগালের বাইরে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমান পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার যে নিয়মাবলি রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের সব যাত্রীকে সেটি মেনে নিতে হবে। যদি কেউ এ ক্ষেত্রে বাধা দেন তা হলে ভবিষ্যতে তার বিমানে চড়াই বন্ধ হয়ে যাবে।

বলা বাহুল্য, বাংলাদেশ বিমান ও বিমানবন্দরে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী জড়িয়ে পড়েছে চোরাচালানকারীদের অপকর্মে। সোনা পাচারের ঘটনায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনেক মামলা হয়েছে। কিন্তু বেশিরভাগ মামলার তদন্ত নেই বললেই চলে। কোনো অপরাধের বিচার না হলে অব্যাহতভাবে তা চলতেই থাকবে, এটাই স্বাভাবিক। সোনা চোরাচালানচক্রের এ দেশীয় এজেন্টদের যথাযথভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটা জরুরি হয়ে পড়েছে।

সহজ-সাধারণ যুক্তি হলো, আইন প্রয়োগকারী ও গোয়েন্দারা সোনা চোরাচালান দমনে যথেষ্ট তৎপর থাকলে এমন অবস্থার সৃষ্টি হতো না। এখন তাদের তৎপর হওয়া অত্যন্ত জরুরি। মোট কথা সোনা চোরাচালান বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা আশা করব, দেশের স্বার্থে সোনা চোরাচালান বন্ধ করতে সরকার সম্ভাব্য সব ব্যবস্থা নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here