ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদের নির্বাচন ২০২০

0
0

ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদের নির্বাচন ২০২০ গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ঃ৩০ হতে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত গোপন ব্যালট ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দু’জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ কে.আর ইসলাম (৪৮ ভোট), এ.জেড.এম ইমাম উদ্দিন মুক্তা (৩৯ ভোট), সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত কুমার রায় (৪০ ভোট) তাঁর প্রতিদন্দ্বী প্রার্থী নিয়ামূল কবীর সজল পেয়েছেন ৩৩ ভোট। সাইফুল ইসলাম ৪১ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদন্দ্বী প্রার্থী আতাউর রহমান জুয়েল পেয়েছেন ৩৩ ভোট। নির্বাচনে ৪ টি বিভাগীয় সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন যথাক্রমে জাহাঙ্গীর কবীর জুয়েল (৪২ ভোট), হারুন অর রশিদ (৪২ ভোট), শরীফুজ্জামান টিটু (৪০ ভোট) এবং মোহাম্মদ আমিনুল ইসলাম (৩৫ ভোট। এছাড়া ৭টি সদস্য পদে নির্বাচীত হয়েছেন যথাক্রমে- মীর গোলাম মোস্তফা (৪৭ ভোট), মোঃ বাবুল হোসেন (৪৭ ভোট), শেখ মহিউদ্দিন আহাম্মেদ (৪৪ ভোট), আতাউল করিম খোকন (৪৩ ভোট), এডভোকেট মোঃ মোজাম্মেল হক (৩৯ ভোট), এডভোকেট আনিসুর রহমান হাতেম (৩৭ ভোট) এবং এডভোকেট আনোয়ারুল হাসান রুমি (৩৫ ভোট)। উল্লেখ্য, নির্বাচন অনুষ্ঠানের দিন সকাল পোনে ১১ টায় পরিষদের নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী ফারুকুজ্জামান খান-এর হঠাৎ মৃত্যুর কারনে শুধু এই পদটির নির্বাচন স্থগিত করে দেন নির্বাচন কমিশন। এই বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।এছাড়া প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ১৭ সদস্যের এই নির্বাহী পরিষদে পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়ে আছেন ময়মনসিংহ জেলা প্রশাসক।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ জেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here