মিয়ানমারের শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি বিদ্রোহীদের

0
0

অং সান সু চির ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ কর্মকর্তা ও বুচিডং এনএলডির চেয়ারম্যান ইয়ে থেইনকে হত্যা করেছে বিদ্রোহীরা। মিয়ানমারের রাখাইন অঞ্চলের বিদ্রোহীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। রাখাইন অঞ্চলের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি দাবি করেছে, গত সোমবার সেনা পাহারায় বন্দিদের কারাগারে নেয়ার পথে তাদের হামলায় ওই শীর্ষ নেতা নিহত হয়েছেন। তবে স্থানীয় নির্ভরযোগ্য কোনো সূত্র ওই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেনি।

এক বিবৃতিতে আরাকান আর্মি বলছে, বড় একটি বিস্ফোরণে কয়েকজন বন্দি মারা গেছেন। নিহতদের মধ্যে এনএলডি বুচিডংয়ের চেয়ারম্যান ইয়ে থেইনও রয়েছেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সেখানে বলা হয়, ইয়ে থেইনকে গত ১১ ডিসেম্বর বন্দি করা হয়েছিল।

এর আগে গত বছর আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাখাইন অঞ্চলের কয়েক হাজার মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়। উল্লেখ্য, মিয়ানমারে সক্রিয় কয়েকটি জাতিগত সশস্ত্র দলের একটি আরাকান আর্মি। তবে তাদের দাবি, রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here