পাবনার ঐতিহ্যবাহি ইছামতি নদীর দুপারের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
আজ সোমবার সকাল ১০টা থেকে পাবনা শহরের হাউজপাড়া এলাকার ইছামতির দু’পাড় থেকে এই অভিযান শুরু হয়।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরে পাবনার ঐতিহ্যবাহি ইছামতি নদীর পৌর এলাকার ৮ কিলোমিটার দুই পাড়ে প্রায় ২৮৫ জন অবৈধ দখলদারেরা বিভিন্ন ধরনের কাঁচাপাকা স্থাপনা তৈরি করে নদীটি মরা খালে পরিণত করেছিল। বিভিন্ন সময় নদীটি দখলমুক্ত করার চেষ্টা করেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সারা দেশের নদী, জলাশয় ও খাল দখলমুক্ত ও সংস্কার করার প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম ধাপে ৩০ লাখ টাকা ব্যয়ে শহরের দুই কিলোমিটার পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পরবর্তীতে অভিযান চলমান থাকবে। সকাল থেকে ইতোমধ্যে বেশ কিছু স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
কামাল সিদ্দিকী, পাবনা।