ময়মনসিংহে বাস চলাচল স্থগিত।

0
0
অনিয়মতান্ত্রিক ও যত্রতত্র বিআরটিসির বাস চলাচলের প্রতিবাদে আচমকা ময়মনসিংহে বাস চলাচল স্থগিত। বিআরটিসির বাস শ্রমিকদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা ও দ্বন্দ্বের জেরে আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে ময়মনসিংহ অঞ্চলের সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা।
 এদিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। দীর্ঘসময় বাসের জন্য অপেক্ষা করে ফিরে যেতে হয়েছে তাদের।সন্ধ্যায় জেলা প্রশাসক ও রোড ট্রান্সপোর্ট অথোরিটির সভাপতি মিজানুর রহমান জানান, পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলোচনা সাপেক্ষে বিষয়টি সমাধান করা হবে।
খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here