বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেছেন, সাংবাদিকতা এমন একটি মহান পেশা, যখন রাষ্ট্রের সকল অঙ্গ ক্রমাগত ব্যর্থতায় পর্যবসিত হয়ে জাতিকে কোন ভাবে হতাশগ্রস্ত ও দুঃশ্চিন্তা গ্রস্থ করে, তখন সেই সংকটকাল মোকাবেলায় সকলের কাছে গ্রহন যোগ্য পেশা হিসেবে, আস্থার প্রতীক ও ঠিকানা হিসেবে সাংবাদিক সমাজের নির্ভর করে।
তিনি বলেন, সাংবাদিকদের কলম ও কন্ঠ সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে অসম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশপ্রেম মূল্যবোধকে জাগ্রত করে।
শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় বেগম আয়েশা অডিটরিয়ামে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে যখন পশ্চিমা শাসক গোষ্ঠী মত প্রকাশের স্বাধীনতাকে ভুলষ্ঠিত করেছে, আমাদের ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছে, মৌলিক অধিকারকে হরণ করেছে তখনই সাংবাদিক সমাজ জাতীয় রাজনৈতিকবিদের সঙ্গে তাদের কলম কন্ঠ ও মেধা সচেতন ভূমিকার মাধ্যমে একটি পরাধীন জাতিকে স্বাধীন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে সাংবাদিক সমাজ। স্বৈরাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে, অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে অবৈধ সরকারের বিরুদ্ধে সাংবাদিক সমাজ তার সচেতন দায়িত্ব দিয়ে জাতিকে পুনঃরুদ্ধারের চেষ্টা করে এবং পৃথিবীর বিভিন্ন দেশে তারা সফলও হয়েছে।
ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন স্বপ্ন ও যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, প্যানেল মেয়র আমজাদ হোসেন, ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল হাসান কাজল, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী প্রমুখ।
মোস্তাফিজুর রহমান টিটু
স্টাফ রিপোর্টার, গাজীপুর।