বিমানের সাবেক পরিচালক ও ডিজিএম কারাগারে

0
0

কার্গো হ্যান্ডলিংয়ের অর্থ আদায় না করে সরকারের ১১৮ কোটি টাকা ক্ষতিসাধনের মামলায় গ্রেপ্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সাবেক পরিচালক আলী আহসান বাবু ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ইফতিখার হোসেন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. ইলিয়াস মিয়া কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জামিনের আবেদন করেন।

দুদকের পক্ষ প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। ঢাকা সিএমএম আদালতের জামিন শুনানির এখতিয়ার না থাকায় আদালত এ বিষয়ে আদেশ না দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজ দুপুরে সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি দল।এর আগে সকালে গ্রেপ্তারকৃত দুজনসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here