বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন করে বেসরকারি কলেজের নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভূক্ত করার দাবীতে মঙ্গলবার দুপুরে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স ননএমপিও শিক্ষক ফোরাম জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি প্রভাষক আব্দুল কাদের বিশ^াস, সেক্রেটারী প্রভাষক মোঃ শাহীনুর রহমান সহসভাপতি প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক আব্দুল হালিম, প্রভাষক মেহেদী হাসান, প্রভাষক বাবর আলী মালিথা প্রমুখ।
মানববন্ধনে পাবনা কলেজ, শহীদ এম মনসুর আলী ডিগ্রী অনার্স কলেজ, ঈশ^রদী ডিগ্রী অনার্স মহিলা কলেজ, হাজী জসিম উদ্দিন ডিগ্রী অনার্স কলেজ, দেবোত্তর ডিগ্রী অনার্স কলেজ, টেবুনিয়া শামসুল হুদা ডিগ্রী অনার্স কলেজ, চাটমোহরের প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের প্রায় শতাধিক অনার্সের নিয়োগপ্রাপ্ত ননএমপিও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন ২৭ বছরের বঞ্চনা বন্ধ করে ‘জনবল কাঠামো ও এমপিও নীতিমালা’ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আজও বাস্তবায়ন হয়নি।
কামাল সিদ্দিকী, পাবনা।