লালমনিরহাটের সদর উপজেলায় মাদক সেবন ও বিক্রির দায়ে দুই ভাইকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (০১ ডিসেম্বর) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সাপটানা বাহাদুরমোর এলাকার আব্দুর রহমানের ছেলে হযরত আলী ও শাহীন।
লালমনিরহাট জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মোঃ গোলাম রব্বানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ আশরাফুল হক ও কয়েকজন পুলিশসহ শহরের সাপটানা বাহাদুর মোড়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় ১২টি পোটলায় প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে দুপুর ১২ টায় ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তারা তাদের দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম বুলবুল দুইজনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেন।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি