যশোর সদরের হাশিমপুর বাজারে প্রকাশ্যে এক আনসার সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে হাশিমপুর বাজারের মসজিদের সামনে এক চায়ের দোকানে গুলি করা হয় হোসেন আলীকে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহতের মেয়ে জুলি বেগম জানান,হোসেন আলী সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন যশোর শহরে যাওয়ার উদ্দেশে বের হন। সকাল ১১টার পর তিনি হাশিমপুর বাজারের মোশারফ হোসেনের দোকানে চা খাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে চার রাঊÐ গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
যশোরের পুলিশ সুপার মঈনুল হক জানান, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যাকারী তাকে চারটি গুলি করে। ঘটনাস্থল থেকে দুইটি পিস্তলের ও দুইটি রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত হোসেন আলী তরফদার চরমপন্থী হিসেবে ১৯৯৯ সালে সরকারের আহŸানে সাড়া দিয়ে যশোরের টাউন হল মাঠে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী মোহা¥দ নাসিমের কাছে আত্মসমর্পণ করে বিশেষ আনসার সদস্য হিসেবে চাকরি পান। তিনি ঢাকার মিরপুর থানার রূপনগর ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার ছুটিতে বাড়ি আসেন তিনি।
নিহত হোসেন আলীর অপর এক ভাইকে বছর কয়েক আগে গুলি করে হত্যা করেছিল প্রতিপক্ষ। জাকির নামে ওই ভাইও চরমপন্থি দলের সাথে সম্পৃক্ত ছিলেন।
হোসেন আলী তরফদারের ভাতিজা সিদ্দিকুর রহমান জানান, তার চাচা হোসেন আলী ঢাকায় আনসার ব্যাটালিয়নে চাকরি করেন। ছুটি নিয়ে গত বৃহস্পতিবার তিনি বাড়িতে এসেছেন।
সকালে তিনি বাজারে আসার পর কে বা কারা তাকে গুলি করলো তা তারা বুঝতে পারছেন না।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আলীম হোসেন বনি জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে- এমন খবর পেয়ে তিনি বাজারে ছুটে যান। বাজারে গোলাগুলির সঙ্গে সঙ্গেই দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা সবাই সরে পড়েন। কারা কীভাবে এসে গুলি করে চলে গেলো তা এখনও জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, সন্ত্রাসীরা হোসেন আলীকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত তা উদ্ঘাটনে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান শুরু করেছে।
এই হত্যাকান্ডে প্রমানিত হয় যশোরের ইছালীসহ আশপাশ এলাকায় অস্ত্রধারী চরমপন্থীদের পদচারনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।