নেদারল্যান্ডসে হামলায় তিন শিশু আহত

নেদারল্যান্ডসের রাজধানী হেগের গ্রোট মার্ক্টস্ট্রাট শপিং ডিস্ট্রিক্টে শুক্রবার সন্ধ্যায় ছুরি হামলায় তিন শিশু আহত হয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ। তারা সন্দেহভাজনকে আটকের চেষ্টা করছে বলেও জানিয়েছে। খবর যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্সের। ন্যাশনাল ব্রডকাস্টার এনওএস জানিয়েছে, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও সম্পৃক্ততা আছে কিনা তাৎক্ষণিক জানা যায়নি। হামলার পরপরই হামলাস্থলে পৌঁছায় একাধিক অ্যাম্বুলেন্স। কয়েক ডজন পুলিশ হামলাস্থলটি ঘিরে রাখে এবং হামলাকারীকে খুঁজতে শুরু করে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, আহতদের সবাই শিশু। তাদেরকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের নারী মুখপাত্র ম্যারিজে কুইপের সাংবাদিকদেরকে বলেন, এখনও কাউকে আটক করা হয়নি। তিনি বলেন, পুলিশ এখনও সন্দেহভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেনি। পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়েছে হামলাকারীর বয়স ৪০ বছর। তিনি উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। আমরা সন্দেহজনক সবকিছু ভালোভাবে খতিয়ে দেখছি।
ন্যাশনাল ব্রডকাস্টার এনওএস বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানায়, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। অনলাইনে পোস্ট হওয়া একাধিক ছবি ও ভিডিওতে হামলাস্থল থেকে লোকজনকে ছুটে যেতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here