স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ২৫) অংশ নিতে ১ ডিসেম্বর স্পেন সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার এ সফর ঘিরে স্পেন সহ ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর স্পেন সফরকে কেন্দ্র করে ইতিপূর্বে স্পেন আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ,স্পেন ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। জানাযায়, ইউরোপের সকল দেশ থেকেই আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে মাদ্রিদে উপস্থিত থাকবেন। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ স্পেন শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাজধানী মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান। ছাত্রলীগ নেতা আব্দুন নূর নীরবের সঞ্চালনায় বক্তব্য দেন শফিকুন নূর,কাওসার আহমেদ টুটুল,সাদেক লস্কর,মকবুল,মোঃ রাজীব,মোঃশায়েক,রাজু আহমেদ,শুভ্রত শুভ,মাছুম শেখ,মোঃসাগর,সাব্বির,সহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে ইসমাইল হোসাইন রায়হান বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের কন্যা শেখ হাসিনা বিশ্ব মানবতার নেতা হিসেবে ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে মাদ্রিদ আসবেন। তাই প্রবাসীরাও তাকে সেই মর্যাদায় স্বাগত জানাবে মাদ্রিদ এয়ারপোর্ট এ, জলবায়ু সম্মেলন এবং অন্যসব কর্মসূচিতে ছাত্রলীগ স্পেন শাখার প্রতিটি নেতাকর্মী থাকবে নেত্রীর ভ্যানগার্ড হিসেবে।’
২ থেকে ১৩ ডিসেম্বর মাদ্রিদে অনুষ্ঠেয় ২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্তত: ২৫টি দেশের সরকার প্রধানরা যোগ দেবেন। এ ছাড়া অংশ নেবেন প্রায় ৭০টি দেশের পররাষ্ট্র বা পরিবেশমন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কনফারেন্সে অংশ নেয়া বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যা তুলে ধরতে পারেন বলে জানা গেছে।
কবির আল মাহমুদ, স্পেন