গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মঙ্গলবার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে যন্ত্রকৌশল বিভাগ চ্যাম্পিয়ন হয়। বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রানার আপ হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। ফাইনাল খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, প্রকৌশল পড়াশোনায় এতো চাপের মধ্যে যে নিপুণ খেলা শিক্ষার্থীরা উপহার দিয়েছে তাতে আমি অত্যন্ত খুশি। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বেশি বেশি খেলাধূলায় অংশগ্রহণের মাধ্যমে শরীর-মন সুস্থ রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ছাত্রছাত্রীদের খেলাধুলার মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। এবারের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ৮টি বিভাগ অংশগ্রহণ করে। গত ১৪ নবেম্বর এ প্রতিযোগিতা শুরু হয়।