কে বা কাহারা গুজব ছড়িয়েছে দেশে তীব্র লবণ সংকট রয়েছে। দুই একদিনের মধ্যে বাজারের লবণ পাওয়া যাবে না। এই গুজবে কান দিয়ে লালমনিরহাটের সাধারণ মানুষ লবণ কিনতে দোকানে হুমড়ি খেয়ে পড়েছে। বাজারে লাইনে দাঁড়িয়ে ক্রেতাকে লবণ কিনতে দেখা গেছে। জেলা বিভিন্ন উপজেলায় এক কেজি লবণ ৫০-৭০ টাকায় বিক্রি হয়েছে। এখবর পাবার সাথে সাথে সেইসব এলাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্টে গিয়েছে। ম্যাজিষ্টেটের উপস্থিতি টেন পেয়ে অনেকে দোকান বন্ধ করে পালিয়েছে। ইতিমধ্যে অধিক মুল্যে লবণ বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে আটক এবং দোকানে পন্যের মুল্য তালিকা না রাখার কারণে ১১ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, লবণ নিয়ে গুজব ছড়ানোর ফলে জেলার হাটবাজার ও শহরে লবণ কিনতে গুমড়িখেয়ে পড়েছে ক্রেতা সাধারণ। এদিকে জেলা প্রশাসন হতে মাইকিং করে বলা হচ্ছে দেশে পর্যাপ্ত পরিমানে লবণ মজুদ রয়েছে। লবণের কোন সংকট নেই। লালমনিরহাট জেলা শহরের সেনামৈত্রি মার্কেটের মুদি দোকানদার আইরিন ষ্টোরের মালিক মোঃ হারুন অর রশিদ জানান, প্রতিদিন তিনি তার দোকানে গড়ে ৫ বস্তা লবণ বিক্রি করেন। কিন্তু আজ মঙ্গলবার তিনি ৫০ বস্তা লবণ বিক্রি করেছেন। লবণের ক্রেতার কারনে অন্য কোন পণ্য বিক্রি করতে পারছেন না। তিনি লবণ স্বাভাবিক দামে বিক্রি করছেন। মান অনুয়ায়ী খোলা লবণ ৩২ হতে ৩৫ টাকা কেজিতে বিক্রি করেছেন। তিনি জানান, মোকামে লবণের কোন সংকট নেই। তার দোকানে যতখন পর্যন্ত লবণ থাকবে তিনি স্বাভাবিক দামে বিক্রি করবেন। এদিকে লবণের আঁড়তদার ব্যবসা মোঃ আব্দুল মজিদ জানান, হঠাৎ করে দোকানদাররা বেশি বেশি করে লবণ কিনে নিয়ে যাচ্ছেন। তিনি জানান, তার কাছে পর্যাপ্ত লবণ রয়েছে। তিনি পূবালী ও কনফিডেন্স লবণের এজেন্ট। তিনি প্রতি প্যাকেট লবণ পাইকারী ২৬ দশমিক ৯ টাকা দরে বিক্রয় করেন। তার কাছে যে পরিমান লবণ মজুদ আছে অন্তত ১০ দিন দোকানিদের বাজারের চাহিদা মেটাতে পারবেন। গুজবের সূত্র ধরে ঢাকায় ফোন করে কোম্পানিতে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে লবণের কোন সংকট নেই। এদিকে জেলা সদরের বড়বাড়ি হাটে লবণের সংকট দেখা দিয়েছে এই গুজবে প্রতিকেজি লবণ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। গুজব হতে জনসাধারণকে সচেতন করতে জেলা প্রশাসন শহর ও প্রতিটি ইউনিয়নে দুইটি করে মাইকিং ছেড়েছে। বাজার মনিটরিং করতে ভ্রাম্যমান ম্যাজিষ্টেটের নেতৃত্বে টিম কাজ করছে। কোন কোন হাটবাজার হতে খবর পাওয়অ যাচ্ছে ম্যাজিষ্টেট বাজার মনিটরিং করতে লেগে দোকানদারগণ দোকান বন্ধ করে পালিযে যায়। লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, দেশে পর্যপ্ত পরিমান লবণ মজুদ রয়েছে। এমনকি লালমনিরহাট জেলার চাহিদা অনুয়ায়ী পর্যাপ্ত পরিমান লবণ মজুদ রয়েছে। কোন অবস্থাতে লবণের দামবাড়ার সম্ভবনা নেই। লবণ নিয়ে গুজব ঠেঁকাতে পুলিশ, র্যাব ও ম্যাজিষ্টেগণ বাজার মনিটরিং করছে।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট