ময়মনসিংহে রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান

0
0

আজ (১৮-১১-১৯) রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালিত হয় ময়মনসিংহে। ময়মনসিংহে রেলওয়ের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনা হয়েছে | রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে। ইতিমধ্যে অভিযান শুরুর অাগে ভাগে অবৈধ স্থাপনা সরিয়ে নিয়েছে দখলকারীরা, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুত সংযোগও।

বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পদ বিভাগের কর্মকর্তা নজরুল ইসলাম দেনিক বার্তাকে জানান, ময়মনসিংহ রেলওয়ের অানুমানিক ২০-২৫ একর জায়গা পুরোপুরি অবৈধ দলখদারদের হাতে রয়েছে | এই পুরো জায়গা পুরোপুরি দখল মুক্ত করা হবে |
রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা এস এম সালাউদ্দিন জানান, মূলত রেল স্টেশন এলাকা সুন্দর ও পরিচ্ছন করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এছাড়া ভবিষ্যতে এই উদ্বাকৃত জায়গায় রেলের বানিজ্যিক কাজে ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে ময়মনসিংহ রেলওয়ে উচ্ছেদ অভিযান এই উচ্ছেদ অভিযানে অংশ নেয় রেলওয়ে নিরাপত্তা বাহিনী( অারএনবি)’র বিপুল পরিমান সদস্য তাছাড়াও বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ জেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here