আজ ১৩ নভেম্বর ২০১৯ইং তারিখ রোজ বৃহস্পতিবার, সকাল ১০.০০ টায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক উপ কমিটি, খাদ্য উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য জাতীয় কংগ্রেস এর প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম বলেন প্রাণপ্রিয় নেত্রীকে একটি জমকালো কংগ্রেস উপহার দিতে চাই, যুবলীগে শৃংখলা ফিরিয়ে আনতে হবে, কংগ্রেস কে ঘিরে পোষ্টার, ফেস্টুন, তোরন প্রদর্শনের ক্ষেত্রে সংগঠনের নিয়ম মেনে চলতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ছাড়া অন্য কোন নেতার ছবি দেয়া যাবে না, তবে সৌজন্যে নাম ও পদবী ব্যবহার করা যবে। যুব সমাজ একটি দেশের প্রাণশক্তি, দেশের যেকোন ক্রান্ত্রিকালে যুবরাই গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দুনিয়ার বুকে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করছে, দেশের উন্নয়নে যুব সমাজকে কাজ করতে হবে। যুব নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ^াস থাকতে হবে।
যুবলীগ সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ বলেন ঐতিহাসিক সোরওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। রাজধানীর এই গুরুত্বপূর্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষন দিবেন। কংগ্রেসের গুরুত্ব, নেত্রীর উপস্থিতি মাথায় রেখে যুবলীগ নেতৃবৃন্দের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন এবং সর্বোচ্চ শৃংখলা বজায় রাখতে হবে। তিনি আরো বলেন যুবলীগ একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছে। যুবলীগের ঐতিহ্য ধরে রাখা সকল নেতাকর্মীর দায়িত্ব।
সাংস্কৃতি উপ কমিটির আহবায়ক, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ এর সভাপতিত্বে, সাংস্কৃতি উপ কমিটির সদস্য সচিব ও যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক শেখ আওলাদ হোসেন রুহুল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য শরীফ হাসান লেলিন প্রমুখ।
খাদ্য উপ-কমিটির সভা
খাদ্য উপ-কমিটির আহবায়ক, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শাহজাহান ভুইয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব, যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম শাহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন, আব্দুস সাক্তার মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, মুহাঃ বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাবেল, এমরান হোসেন খান, আজহার উদ্দিন প্রমুখ।