শব্দের রঙ – অর্ণব পাল সন্তু

0
0

শব্দের রঙ

তখন শব্দের রঙ দেখা যেত
রঙে পাওয়া যেত সুগন্ধি
এখন কেউ দেখে কেউ দেখেনা
কেউ শোনে হয়ত “শব্দ”
সব রঙের অবশেষটা অমাবস্যার অন্ধকার
কেউ কেউ দেখতে পায় না।

হাড়কাটা গলিতে আজ কুকুরের চিৎকার নেই
এখনো কেউ কেউ যায় কেউ যায়ই না, আভিজাত্য নিয়ে
তরল আগুনের খোঁজে।।

যার সবটুকু সাদা,শুধুই সাদা
এক ফোটা বিকৃত কালো দাগে আজ অচ্ছুৎ
এক ফোটাতেই যার এতই তেজ!
তবে নিশ্চিহ্ন করার কি দরকার?
বরং আরো রঙ নাও-
রাঙাও-
আঁকো-
যুদ্ধের প্রতিচ্ছবি
জীবন্ত ক্যানভাস।

অর্ণব পাল সন্তু
—-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here