পদত্যাগের পরপরই দেশত্যাগ করে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে দেশব্যাপি বিক্ষোভ ও সেনাবাহিনীর চাপের মুখে সোমবার পদত্যাগ করেছেন তিনি। এক টুইটে দেশত্যাগ নিয়ে তিনি বলেন, বলিভিয়া ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তবে তিনি আরো শক্তিশালী ও উদ্যমী হয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবরার্ড সেখানে মোরালেসের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, মোরালেস দেশত্যাগের পরপর সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। তার সমর্থকদের সঙ্গে পুলিশের একাধিক সংঘর্ষ ঘটেছে। এমতাবস্থায় পুলিশকে সহযোগিতা করতে সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার উইলিয়ামস কালিম্যান।