সড়ক পরিবহন আইন- ২০১৮ সংশোধনসহ ৯ দফা দাবীতে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন

0
0

অদ্য ১১ নভেম্বর ২০১৯ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ঐক্য পরিষদ” কর্তৃক সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের উপদেষ্টা সোহরাব খান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল। দপ্তর সম্পাদক আঃ জাব্বার এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মামুন উর রশিদ পিন্টু, কোষাধ্যক্ষ মুহঃ শাহ আলম, সদস্য সোহেল রানা, নূর মোরশেদ, বিল্লাল হোসেন, মোঃ ইসলাম, আঃ মালেক, রফিকুল ইসলাম, মোঃ সহিদ, মোঃ ফারুক প্রমুখ।

বক্তারা সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমুহের সমালোচনা করে উক্ত আইনের সকল মামলা জামিনযোগ্য করা, স্পর্শকাতর মামলাসমুহের তদন্তে নিরপেক্ষতার ব্যবস্থা করা, ওয়ারেন্ট ব্যতিত চালকদের গ্রেফতারের ধারা সংশোধন করা, সাজার মেয়াদ ও জরিমানার পরিমান কমিয়ে আনা সহ শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক সকল ধারা সংশোধনের দাবী করেন।

বক্তাগন ঢাকা মহানগরীতে চালকদের নামে ৫ হাজার ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ৪ হাজার নতুন সিএনজি অটোরিক্সার রেজিষ্ট্রেশন প্রদানের সরকার কর্তৃক গৃহিত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের দাবী করেন।

এছাড়া গত ১৪/১০/২০১৯ইং তারিখে বিআরটিএ ও পুলিশ কমিশনার (ডিএমপি) এর সাথে ঐক্য পরিষদের আলোচনা শেষে যে লিখিত সিদ্ধান্ত গৃহিত হয় অবিলম্বে উক্ত সিদ্ধান্তসমূহ সরজমিনে যথাযথ বাস্তবায়ন সহ ৯ দফা মেনে নিয়ে তাহা কার্যকরী করার আহ্বান জানান।

উক্ত দাবীসমূহ আগামী ১ মাসের মধ্যে মেনে নেওয়া না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে বক্তাগণ হুশিয়ারী উচ্চারণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here