অবশেষে পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

0
0

গতমাসে অনুষ্ঠিত উপনির্বাচন প্রত্যাখ্যান করে দেশের জনগণ অবিলম্বে প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছিলো কয়েকদিন ধরেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ওই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করায় গতকাল আবারও নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হন মোরালেস। কিন্তু এতে করে সংকটের সুরাহা হয়নি। আর তার এ সংক্রান্ত ঘোষণার পর পরই তাকে পদ ছেড়ে দেয়ার অনুরোধ জানান সেনাপ্রধান জেনারেল উইলিয়াম কালিমান। এরপর বলা চলে বাধ্য হয়েই পদত্যাগ করেন মোরালেস

গতমাসে অনুষ্ঠিত উপনির্বাচনে মোরালেসের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধীদলীয় নেতা কার্লোস মেসা। তিনিও প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিলেন। যে আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের অন্যতম ওএএস (অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস)। সংস্থাটি বলেছে, বলিভিয়ায় গতমাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। তবে এসব অভিযোগ শুরুতে আমলেই নেননি প্রেসিডেন্ট মোরালেস, বরং প্রত্যাখ্যান করে গেছেন পদত্যাগের দাবি।

সেনাপ্রধান জেনারেল উইলিয়াম সাংবাদিকদের বলেন, দেশের সংঘাতময় পরিস্থিতি বিবেচনা করে দেশের ভালোর জন্যই আমরা প্রেসিডেন্টকে পদত্যাগের অনুরোধ জানিয়েছি। এদিকে, বিরোধীদলীয় নেতা কার্লোস মেসা শুধু পদত্যাগ দাবিতেই থেমে থাকেননি। তার সাফ কথা, আগামী নির্বাচন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কোনও ভূমিকা থাকতে পারবে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গণদাবির মুখে পদত্যাগ করার পর নতুন নির্বাচনেও আর কোনও প্রভাব ফেলতে পারবেন না বিদায়ী প্রেসিডেন্ট মোরালেস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here