শহীদ নূর হোসেন দিবসে নাট্যশিল্পী তারিন ও অরুন সরকার রানা’র নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

0
0

শহীদ নূর হোসেন দিবসে নুর হোসেন স্কয়ারে নাট্যশিল্পী তারিন ও অরুন সরকার রানা’র নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ রবিবার সকালে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে নুর হোসেন স্কয়ারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক অভিনেত্রী তারিন জাহানের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন নুর হোসেন লিটন, নাট্যশিল্পী হাবিবুল্লাহ রিপনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নুর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সভা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে গুলশান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য খ্যাতিমান অভিনেত্রী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সারাহ বেগম কবরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী সংগঠনের সহ সভাপতি রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সহ সভাপতি মনোরঞ্জন ঘোষাল, চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা অরুনা বিশ^াস, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিত্রনায়িক সাকিল খান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, অভিনেত্রী তানভিন সুইটি, চিত্রনায়িকা শাহানুর, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, করিম খান, মোত্তাছিম বিল্লাহ, কন্ঠশিল্পী এস.ডি রুবেল, কন্ঠশিল্পী বৃষ্টি রানী সরকার, নুর হোসেন লিটন-সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভাপতির ভাষণে সারাহ বেগম কবরী বলেন, নুর হোসেন গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। সেই গণতন্ত্র জননেত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে। নুর হোসেন জানতেন যে গণতন্ত্র একমাত্র প্রতিষ্ঠিত করতে পারে তার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। নুর হোসেনের রক্ত বৃথা যায়নি। জননেত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। যা আজ সারাবিশ^বাসী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন, জননেত্রী শেখ হাসিনা ত্যাগী নেতাকর্মীদের চিনেন। তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন শুরু করেছেন। তার জানামতে আওয়ামী লীগসহ কোন সহযোগী সংগঠনে কাউয়া, ব্রয়লার মুরগী, সুযোগ সন্ধানী, তদবিরবাজ, কোন ধান্দাবাজের স্থান হবে না। তিনি নেতৃবৃন্দদের অনুরোধ করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে কে কত টাকার মালিক ছিল এখন কে কত টাকার মালিক হয়েছে এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে বাদ দিতে হবে। যাতে করে বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার আদর্শের কর্মী যারা ভোগে বিশ^াসী নয় ত্যাগে বিশ^াসী তাদের দলে স্থান করে দিতে হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here