আজ রোজ রবিবার পবিত্র ১২ রবিউল আউয়াল। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশন মহালছড়ি উপকেন্দ্র কর্তৃক এক বিশাল র্যা লীর আয়োজন করা হয়। উক্ত র্যালীটি মহালছড়ি উপজেলা মোড় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদে শেষ হয় এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)র জীবনী আলোচনা করে দোয়া পড়া হয়।
উক্ত র্যালীতে মহালছড়ি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সহ আপামর জনগণ, বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্যে যে আরবের মরুপ্রান্তরে ১ হাজার ৪৪৯ বছর আগের এই দিনে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)। আরব সমাজ যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে ছিল, তখন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে সারা বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন মহানবী। তিনি বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আসার আহ্বান জানান। তিনি সব ধরনের জাত কুল, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, পরনিন্দা,পরধর্মনিন্দা, বিভিন্ন ধরনের পরসমালোচনা, অন্যায় ও অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্তার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) দীর্ঘ ২৩ বছর এই বার্তা প্রচার করেন। আজকের এই ১২ রবিউল আওয়াল ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
কলিন চাকমা, (খাগড়াছড়ি) মহালছড়ি প্রতিনিধি