আগামীকাল ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস

0
0

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য, ৭ম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক এমপি চয়ন ইসলাম ও যুবলীগ সাধারণ সম্পাদক ও ৭ম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ এক যুক্ত বিবৃতিতে বলেন- আগামীকাল ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস। যুবলীগ নেতা শহীদ নুর হোসেন বাংলাদেশের গনতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে স্মরনীয় নাম। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে ইতিহাসের অংশ হয়ে আছেন। স্বৈরাচার পতনের আন্দোলনে সেদিন সময়ের সাহসী সন্তান যুবলীগ নেতা নুর হোসেন রাজপথে “ স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক” শ্লোগান বুকে পিঠে লিখে ১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন স্বৈরাচারী রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবীতে ঢাকা অবরোধ কর্মসূচী পালিত হয়। যুবলীগ নেতা নুর হোসেনের আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো বেগবান ও তিন জোটের সংগ্রাম অপ্রতিরোধ্য রূপ লাভ করে। এরই ধারাবাহিকতায় ১৯৯০ এর ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন ঘটে। যুবলীগ নেতা নুর হোসেন এর বীরোচিত জীবনদানের ফলে স্বৈরাচার পতনের সংগ্রামের প্রতীক হিসেবে মর্যাদা লাভ করে।

শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সকাল ৮.০০টায় শহীদ নুুর হোসেন চত্বরে ও ৮.৩০টায় জুরাইন কবরস্থানে শহীদ নুর হোসেন এর কবরে পুষ্পার্ঘ্য অর্পন, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

যুবলীগ প্রেসিডিয়াম সদস্য, ৭ম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাবেক এমপি চয়ন ইসলাম ও যুবলীগ সাধারণ সম্পাদক, ৭ম জাতীয় কংগ্রেস প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ এক যুক্ত বিবৃতিতে শহীদ নূর হোসেন দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল শাখা সমূহকে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here