যশোরে তক্ষক প্রতারক চক্রের দুই সদস্যসহ চালক ডিবি পুলিশের হাতে আটক

0
0

সরকারি স্টিকার যুক্ত নোয়াগাড়ি ও অর্ধকোটি টাকাসহ তক্ষক প্রতারক চক্রের দুই সদস্য এবং চালককে ডিবি পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন গোপালগজ্ঞ জেলার মকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে রেজাউল ইসলাম (৫৫) নওগা জেলার বলরামপুর বাদলগাছি গ্রামের গাজি মোয়াজ্জেম হোসেনের ছেলে কাজি মাসুদ পারভেজ (৫৬) ও চালক কুমিল্লা জেলার দেবিদার উপজেলার বড়–য়া গ্রামের আবুল খায়ের।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম জানান, তারা গোপনে খবর পান মন্ত্রনালয়ের স্টীকার ব্যবহার করে একটি নোয়াগাড়িতে করে প্রচুর পরিমান মাদক নিয়ে দুজন লোক নাভারণ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এখবরের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টায় ডিবির একটি টিম শহরতলীর চাঁচড়া মোড়ে অভিযান চালিয়ে একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৫-৬৮৭০) আটক করে। আটক মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে পুলিশ কোন মাদক পায় না। মাইক্রোবাস থাকা দুইটি ব্যাগে ৫৪ লাখ ৫০ হাজার টাকাসহ রেজাউল ইসলাম, কাজি মাসুদ ও মাইক্রো চালক আবুল খায়েরকে আটক করে।
আটককৃতরা পুলিশকে জানায়, তারা এ টাকা বহনকারি মাত্র। ঢাকার এক পার্টির কাছ থেকে নাভারণের এক পার্টি তক্ষকের হাড় কেনে। এই টাকা আটককৃতরা নাভারণ থেকে বহন করে নিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম আরো জানান, আটককৃতরা জানায় তক্ষক নামে এক প্রানীর হাড় ক্যানসার রোগ প্রতিরোধে ব্যবহার করা হয়। ঢাকার এক পার্টির সাথে নাভারণের একপার্টির তক্ষকের হাড় বেচাকেনা হয়। সেই টাকা আটক দুজন নাভারণ থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল। তবে তদন্তের স্বার্থে ঢাকা ও নাভারণের পার্টির নাম পুলিশ জানায়নি। এঘটনায় কোতয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছিল।
আটক রেজাউল ইসলাম পেশায় একজন ঠিকাদার ও কাজি মাসুদ পারভেজ আইটি ব্যবসায়ি বলে সাংবাদিকদের জানায়। বুধবার সন্ধ্যায় পুলিশলাইনন্থ ডিবি অফিসে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) জামাল আল নাসের, কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান, ডিবি ওসি মারুফ আহমেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here