বেইজিং ঘোষণার আলোকে নারী উন্নয়ন নীতিমালা গ্রহণের দাবি

0
0

নারী অধিকার ও মর্যদা প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত বেইজিং ঘোষণা ও কর্মপরিকলল্পনার পর্যালোচনা ও নাগরিক সমাজের সম্পৃক্ততা নিয়ে যশোরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার সাড়ে সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য উম্মে মাকসুদা মাছু।

সংবাদ সম্মেলন উল্লেখ করা হয়, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার আলোকে বাংলাদেশে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করা হয়েছে। কিন্তু গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের উদ্যোগ দৃশ্যমান নয়।

২০২০ সালে চতুর্থ বিশ্ব নারী সম্মেলনে গৃহীত ঘোষণা ও কর্মপরিকল্পনার ২৫ বছর পূর্ণ হবে। এ পরিকল্পনার অগ্রগতি নিয়ে বিশ্বের সকল দেশে পর্যালোচনা হবে। বাংলাদেশও এ পর্যালোচনা অংশীদার। এ জন্য চলতি বছরের আগস্ট থেকে শুরু হয়েছে দেশের বিভাগীয় ও সাংগঠনিক শহরে সংলাপ। আগামী শনিবার যশোরে এ সংলাপ অনুষ্ঠিত হবে। সারাদেশে অনুষ্ঠিত এসব সংলাপের সুপারিশ সরকারের জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে গ্রহণ করতে সংবাদ সম্মেলন থেকে নারী নেতৃবৃন্দ আহবান জানান।

সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সভাপতি আফরোজা শিরিন, সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্যসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here