ওমানে বাড়িছাড়া হওয়ার ঝুঁকিতে কয়েক হাজার বাংলাদেশী

0
0

ওমানে আবাসিক এলাকায় থাকার অনুমোদন হারানোর ঝুঁকিতে আছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী। সম্প্রতি দেশটির আল বাতিনাহ দক্ষিণ গভর্নোরেটের পৌর কাউন্সিল অঞ্চলটি থেকে প্রবাসী ব্যাচেলরদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ খবর দিয়েছে টাইমস অব ওমান। আল বাতিনাহ দক্ষিণ গভর্নোরেটের জনস¤পদ বিষয়ক মহাপরিচালক খালিদ আল মামারি জানান, অঞ্চলটিতে ৯৬ হাজারের বেশি প্রবাসী শ্রমিক রয়েছে। এদের মধ্যে অন্তত ৩০ হাজার নির্মাণ ও ঠিকাদারি খাতে কর্মরত। এদের বেশিরভাগই বাংলাদেশী।

প্রসঙ্গত, সম্প্রতি আবাসিক এলাকায় ব্যাচেলর প্রবাসীদের বাস করার বিরুদ্ধে কঠোর হচ্ছে ওমান সরকার। এর আগে গত জুলাই মাসে মুসকাট গভর্নোরেটের আবাসিক এলাকায় একাধিক ব্যাচেলরদের বাড়িতে অভিযান চালায় কর্তৃপক্ষ। তাদের বাড়িছাড়া করা হয়। কর্তৃপক্ষের দাবি, আবাসিক এলাকায় ব্যাচেলরদের অবস্থান করার কারণে সেখানে আইন লঙ্ঘন হচ্ছে ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here